সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশে রাজনৈতিক দলগুলো কোথায় ঐকমত্য পোষণ করেছে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নতুনভাবে ঐকমত্যের কোনো প্রয়োজন নেই। ঐকমত্য প্রয়োজন সংস্কার ও নির্বাচনের বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংস্কারের বিষয়ে প্রত্যেকটি দল কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে, তার মধ্যে যেসব বিষয়ে সবাই একমত হয়েছে সেগুলো জাতিকে জানানো। কেন জানাচ্ছেন না? যে বিষয়ে ঐকমত্য হয়েছে তা জাতিকে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নেই।’
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে সন্ধ্যায় গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপি।
সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘বিএনপি সংস্কার চায় না- একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো জলঘোলা ছাড়া কিছুই না। আপনাদের (সরকার) দায়িত্ব হচ্ছে কারা কোথায় কোথায় একমত হয়েছে তা জাতিকে জানানো। এ জন্য ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই।’
বৈঠক শেষে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘দ্রুত সময়ের মধ্য সবদলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে হবে। এই সনদ তৈরির জন্য ৩০ দিনের বেশি সময় প্রয়োজন নেই। সনদ তৈরি হয়ে গেলে নির্বাচনে কোনো ধরনের বিলম্ব হওয়ার প্রয়োজন নেই। কারণ সবাই চাই দ্রুত একটি নির্বাচন হয়ে যাক।’
বিএনপির পক্ষে থেকে দুটি বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অপরদিকে, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। এনডিএমের বৈঠক শেষে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করে।