বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের শতক, হার দেখছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দলীয় শতকের দেখা পেয়েছে। এর জন্য মাত্র একটি উইকেট হারাতে হয়েছে তাদের। ফলে দুই ইনিংসেই বাজে ব্যাটিং করা বাংলাদেশ হার দেখছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০২ রান করেছে জিম্বাবুয়ে। বেন কারান ৭৫ বলে ৪৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ের পরেও কোনোমতে আড়াই পার করে টাইগাররা। যেখানে চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য পেয়েছে।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয়েছে খেলা। তবে দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চলতি টেস্টে শুরু থেকেই দারুণ বল করছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেট নেন তিনি। এবার নিলেন ৬ উইকেট।

খেলার শুরুতেই আঘাত হানেন মুজারাবানি। দিনের দ্বিতীয় বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ধরা দেন। তিনি ১০৫ বলে ৭টি চারে সর্বোচ্চ ৬০ রান করেন। এরপর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। খানিক পর বাংলাদেশের অলরাউন্ডারকে বাড়তি বাউন্সের বলে গালিতে ক্যাচ বানিয়ে টেস্টে ক্যারিয়ারে তৃতীয়বারের মতন পঞ্চম উইকেট পান মুজারাবানি। ১৫ বলে ১ ছক্কা, ১ চারে ১১ করে ফেরেন মিরাজ।

মুজারাবানির ঝলকের মাঝে ইনিংসে নিজের প্রথম শিকার ধরেন রিচার্ড এনগারাভা। বাঁহাতি পেসারের বলে তাইজুল ইসলাম কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে।

এরপর টেলএন্ডারদের নিয়ে একাই লড়ে যান জাকের। ইনিংসের শেষ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। মুজারবানি ষষ্ঠ উইকেট দখল করেন। জাকের ১১১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করেন। এছাড়া হাসান মাহমুদ ১২ রান করেন।

জিম্বাবুয়ে পেসার মুজারবানি ৬টি ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট দখল করলেন মুজারবানি।

 

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু