বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মে দিবসে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী পহেলা মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এদিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এছাড়াও দেশের সকল বিভাগে, মহানগরে, জেলায় শ্রমিক দল নিজ নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম খান। বিকালে সাড়ে ৩টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সব অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করে বিএনপি। এই সভা থেকেই পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে হবে ঢাকা ও জেলা পর্যায়ের এই সমাবেশ।

নজরুল ইসলাম খান বলেন, পহেলা মে সরকারি ছুটির দিন, আমরা আশা করছি সমাবেশের কারণে দূর্ভোগ সৃষ্টি হবে না। শ্রমিক সমাবেশ কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আমারা আলোচনা করেছি। আমরা আশা করছি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। মহান মে দিবসের অন্যতম দাবি ছিল ৮ ঘণ্টা। কিন্তু আজও সব শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে তা বলা যায় না। শিল্পকারখানায় শ্রমিকদের ৮ ঘণ্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির, চেয়ারপারসনের বিশেষ সহকারি ও শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর দক্ষিণের সুমন ভুইয়া ও বদরুল আলম সবুজ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু