যুক্তরাষ্ট্রে জন্মহার বাড়াতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থা চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার ছাড়িয়ে যাবে জন্মহারকে।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঘটনা যুক্তরাষ্ট্রকে মানবশ্রমের ঘাটতির দিকে নিয়ে যাবে। মানবশ্রমের সরবরাহের জন্য নির্ভর করতে হবে অভিবাসীদের ওপর। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র মানবশ্রমের অভাবের সম্মুখীন হয়েছে। গবেষণায় এমন ভয়ংকর পরিণতির কথা উঠে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। এটা নিয়ে যথেষ্ট চিন্তায় যুক্তরাষ্ট্রের প্রশাসনও। এই পরিস্থিতিতে সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এতে থাকছে স্কলারশিপ, বেবি বোনাসসহ নানা উদ্যোগ।
‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা্ নেওয়া হচ্ছে। বিয়ে করলে বা সন্তান হলেই টাকা বা অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা মিলতে পারে যুক্তরাষ্ট্রে। জনসংখ্যা বৃদ্ধির একটি প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা। বাচ্চার জন্ম দেওয়ার পর মায়েদের পাঁচ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৬ লাখেরও বেশি) অর্থ সাহায্য দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
আরও একটি পরিকল্পনার কথা হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পত্রিকাটি। তা হলো মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলার কর্মসূচি নেওয়া হবে, যাতে কখন তারা সন্তানসম্ভবা হতে পারেন, তা নিয়ে তাদের একটি স্পষ্ট ধারণা থাকে।
হোয়াইট হাউস সূত্রের খবর, নাগরিকদের সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতোমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। জন্মহার বৃদ্ধির জন্য একটি নতুন সাংস্কৃতিক এজেন্ডাও হাতে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমাজে রক্ষণশীল পারিবারিক মূল্যবোধকে আরও এগিয়ে নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক সময়ে মহামারির চেয়েও বেশি মরছেন যুক্তরাষ্ট্রের মানুষ। হঠাৎ করে বিশ্বের উন্নত দেশ, বিত্তবৈভবের দেশ যুক্তরাষ্ট্রে মানুষের মৃত্যুর হার বেড়ে গেছে। উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুর হার বাড়লেও যুক্তরাষ্ট্রে গড় আয়ু বাড়ছে না। যুক্তরাষ্ট্রে মানুষ কেন দ্রুত মরছেন তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার রোবার্ট ক্লিফ বিষয়টিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, খাদ্যাভ্যাস, ধূমপান এবং স্বাস্থ্যসেবার সমস্যা মৃত্যুকে বাড়িয়ে তুলছে। কোভিড-১৯ মহামারিতে মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার পরও মার্কিনিরা দ্রুত মারা যাচ্ছেন আস্বাভাবিক সংখ্যায়।
জীবন বিমা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের লোকজনের বহুমৃত্যু নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। তাদের হিসাবে ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের প্রথম ৯ মাসে ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সব কটি যুদ্ধেও এত লোক হারাননি বলে স্থানীয় একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মহামারিতে বয়স্ক ও অসুস্থ লোকজনের ব্যাপক মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের বার্ষিক গড় মৃত্যুর হার বাড়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে ক্রমাগত বেশি মৃত্যুর হার অব্যাহত রয়েছে। বিষয়টিকে একটি অশনিসংকেত এবং চরম উৎকণ্ঠার বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে জন্মহার বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে চীন-জাপানসহ বহু দেশ। এবার একই পথে হাঁটতে চলেছে ট্রাম্পের দেশও।