শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?
বিনোদন ডেস্ক : শরীরে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। গতকাল শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার ঠিক কী হয়েছে, তা এখনো জানা যায়নি।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। এ কারণে গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে সৃজিত মুখোপাধ্যায়ের।
চিকিৎসকরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না, পরিচালকের কী হয়েছে? অথবা তাকে ক’দিন হাসপাতালে থাকতে হবে। পাশাপাশি তার পুরনো কোনো সমস্যা আছে কি না সেটাও দেখবেন তারা।
তবে পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে সৃজিতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন অনুরাগীমহল। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যেই সমাজমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়েছে।
পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরিচালকের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।
সৃজিতের কাঁধে একাধিক ছবি, সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। নাম ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।আর নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।