গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ শনিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।
চলমান বাছাইপর্বে পাকিস্তানে বাংলাদেশসহ ৬টি দল সেখানে অংশগ্রহণ করেছে। যেখানে শীর্ষ ২টি দল জায়গা পাবে ভারত বিশ্বকাপে। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের কাছে হেরে কিছুটা শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা।
৫ ম্যাচের বাছাইপর্বে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। সমান ম্যাচে উইন্ডিজের পয়েন্ট ৪। ৩ ম্যাচ শেষে সবগুলো ম্যাচ জিতে পাকিস্তানের পয়েন্টও ৬। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ জিতলে সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে যদি হেরে যায়, তাহলেই পড়বে কিছুটা শঙ্কায়।
পাকিস্তানের পয়েন্ট সেক্ষেত্রে ৮ বা তার বেশি হবে। আর ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে ও স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেখানেই চলে আসবে রানরেটের হিসাব। যদিও এক্ষেত্রে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের হারের ধরন যদি খারাপ হয় ও বাকি দুই দল বড় ব্যবধানে জেতে তাহলে শঙ্কা থেকেই যায়।