নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে যাওয়া নিখোঁজ শিশুটির মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর নিজের বাড়ির সামনেই ভেসে উঠল।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরের স্থানে শিশুটির মরদেহ ভেসে উঠে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়। ওই বৃষ্টির সময় রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি বৃষ্টির পানির স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। এদিন রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির খোঁজ আর পাওয়া যায়নি। আবার আজ শনিবার সকাল থেকেই ফের অভিযান শুরু হলে পর সকাল ১০টার দিকে ওই শিশুটির মরদেহ ভেসে উঠে।
শিশুটির পরিবার আসাদগঞ্জ নিবাসী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার বাবার নাম শহীদ এবং মায়ের নাম সালমা বেগম বলে জানান তারা।