আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়
আদালত প্রতিবেদক : প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি দেওয়ান সামীরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মেঘনাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে সামীরের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোরশেদ আলম মডেল মেঘনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে সামীরকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উভয় আবেদনের উপর শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ দূতাবাসগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানিট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন। এবং তার কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
শুনানিতে মেঘনা আলমকে ‘মেঘলা আলম’ সম্বোধন করলে তার নাম ঠিকভাবে উচ্চারণ করতে বলেন। এরপর বিচারক আসামিদের পক্ষে কোন আইনজীবী আছেন কিনা জানতে চান।
মেঘনার কোন আইনজীবী নেই জানিয়ে নিজে বলার অনুমতি চান। বিচারক অনুমতি দিলে বলেন, ‘আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে, কেউ চাইলেই কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন?’
বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, ‘আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে।’
‘আমাকে বলা হয়েছে, আমি কোনো আইনজীবী পাবো না। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গেই শুধু আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে না। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। এ বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। এসব মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে।’
এদিকে, সামীরের পক্ষে তার আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। বিচারক তা নাকচ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে যে, আসামিরা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে সুকৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে এক নম্বর আসামি দেওয়ান সমীর kAWAII Group নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি মানবপাচার প্রতিষ্ঠানের মালিক মর্মে জানা যায়। এছাড়া ইতোপূর্বে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক তার একটি প্রতিষ্ঠান ছিল, যেখানে দুই নম্বর আসামি মেঘনা আলম চাকরি করতো মর্মে জানা যায়। এ চাকরির সুবাদে এক নম্বর ও দুই নম্বর আসামির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালে ২ নম্বর আসামি মেঘনা আলম মিশার্থ বাংলাদেশ ২০২০ খেতাবে ভূষিত হলে বিনোদন জগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি বাড়ে এবং কূটনৈতিক পাড়ায় ও ধনাঢ্য ব্যবসায়ী মহলে তার সখ্যতা গড়ে ওঠার পাশাপাশি যাতায়াত বৃদ্ধি পায়। মেঘনা আলমের সৌন্দর্য স্মার্টনেস ও পরিচিতি কাজে লাগে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা দেওয়ান সমীর আর ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে আরো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে দেওয়ান সমীর দুই নম্বর আসামি মেঘনা আলমকে কাউয়াই গ্রুপ KAWAII Group এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে। চক্রান্তের অংশ হিসেবে ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কূটনীতিকে টার্গেট করে মেঘনা-আলম মেলামেশা শুরু করে এবং এই মেলামেশার সুযোগ নিয়ে জনৈক কূটনীতিককে ব্ল্যাকমেইল করে বড় অংকের টাকা দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে টাকা আদায়ের কৌশল ও পরিমাণ নির্ধারণ করার জন্য গত ২৯-৩-২০২৫ খ্রিস্টাব্দে তারিখ রোজ শনিবার রাত অনুমান ৫টা হতে সাড়ে ৯টা পর্যন্ত ধানমন্ডির সাত মসজিদ রোডস্থ রওশন আরা টাওয়ারের লেভেল নয় এ অবস্থিত IZAKAYA নামক একটি জাপানি রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের সম্মুখের টেবিলে ১ । মো. দেওয়ান সমীর ২। মেঘনা আলম ৩। মোহাম্মদ দেওয়ান সমীরের পরিচিত লুৎফুর রহমান ৪। লুৎফর রহমানের ভাগিনা সম্পর্কিত শাওন সহ আরও চার অবলিক পাঁচজন উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী খাবার অর্ডার করা হয় এবং তিনজন ওয়েটার খাবার পরিবেশন করেন। ইফতারের কিছু সময় পূর্বে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দানকারী জনৈক ভদ্রলোককে লুৎফর রহমান তার পূর্ব পরিচিত হিসেবে টেবিলে আপ্যায়নের আহ্বান করেন। কিন্তু উক্ত ভদ্রলোক বৈঠকের পরিবেশ দেখে তার নিকট বৈঠকটি অসৎ উদ্দেশ্যে কোন প্রতারণামূলক কার্যসাধনের নিমিত্তে আয়োজন করা হয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় তিনি তড়িৎ গতিতে উক্ত স্থান হতে প্রস্থান করেন। দেওয়ান সমীর ও মেঘনা আলম মিটিং অব্যাহত রাখে এবং রেস্টুরেন্টের বিভিন্ন টেবিলে আলাদা আলাদাভাবে খোলা বৈঠক করে। চলমান বৈঠকের একপর্যায়ে জনৈক কূটনীতিকের নিকট ৫ মিলিয়ন ডলার দাবি ও আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের এরূপ কথোপকথন চলাকালে লুৎফর ও শাওন মিটিং স্থল ত্যাগ করে চলে যায়। মিটিং শেষে দেওয়ান সমীর খাবারের বিল তার ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে।
গোপন মিটিং এর উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা। আসামিদের উত্তরপ কার্যক্রম বাংলাদেশ সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে বিনষ্টসহ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং যা পেনাল কোডের ৪২০/৩৮৫/১০৯ ধারার অপরাধ হওয়ায় আসামি দেওয়ান সমীর, এখানে আলমসহ অজ্ঞাতনামা দুই তিনজন অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজ্জু করার অনুরোধ জানাচ্ছি।
গত ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীম এ মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরেরদিন বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, ১১ এপ্রিল বসুন্ধরা এলাকা থেকে সামীরকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় পরেরদিন আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চাওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।