বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা
আন্তর্জাতিক ডেস্ক : এই বছর সমুদ্রে জলদস্যুতার ঘটনা বেড়েছে।সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী জলসীমার দিকে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে। লন্ডনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো -আইএমবির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
আইএমবি জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী জাহাজ চলাচলে জলদস্যুতা ক্রমবর্ধমান সংকটে পরিণত হয়েছে। বছরের প্রথম প্রান্তিকে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির ৪৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
২০২৪ সালের একই সময়ের তুলনায় এমন ঘটনা প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সে বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৩টি এবং আগের বছর ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এমন ২৭টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল।
সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার তীব্রতা বেড়েছে বেশি। বিশ্বজুড়ে ৪৫টি ঘটনার মধ্যে, ‘৩৭টি জাহাজে ওঠা, চারটি ছিনতাই এবং চারটিতে হামলার চেষ্টা করা হয়েছে’ বলে জানিয়েছে আইএমবি।
প্রতিবেদনে রিপোর্টে উল্লেখ করা হয়েছ, ‘ক্রুদের নিরাপত্তার জন্য হুমকি এখনও অনেক বেশি।’ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৩৭ জন ক্রুকে জিম্মি করা হয়েছে, ১৩ জনকে অপহরণ করা হয়েছে, দুজনকে হুমকি দেওয়া হয়েছে এবং একজন আহত হয়েছেন।
আইএমবির প্রতিবেদনে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার বিশেষ বৃদ্ধি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কেবল এই প্রণালীতেই ২৭টি আক্রমণ বা হামলার চেষ্টার তথ্য পাওয়া গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এমন ঘটনা সাতটি বেশি ঘটেছে।
আইএমবি এক বিবৃতিতে জানিয়েছে, “সিঙ্গাপুর প্রণালীতে লক্ষ্যবস্তু করা সমস্ত জাহাজের মধ্যে ৯২ শতাংশ ক্ষেত্রে জলদস্যুরা সফলভাবে জাহাজে উঠতে পেরেছে, যার মধ্যে নয়টি বাল্ক ক্যারিয়ার এবং এক লাখ ডেডওয়েট টনেরও বেশি আকারের ট্যাঙ্কার রয়েছে।”
২০২৪ সালে পুরো বিশ্বজুড়ে ২৬টি আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত জলদস্যুতার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল। ২০২৫ সালে কেবল সিঙ্গাপুর প্রণালীতের এখন পর্যন্ত ১৪টি হামলার ঘটনায় বন্দুক ব্যবহার করা হয়েছে।
তবে এই প্রণালীতে জলদস্যুতা বৃদ্ধির কোনও সম্ভাব্য কারণ উল্লেখ করা হয়নি আইএমবি এর প্রতিবেদনে।
আইএমবি পরিচালক মাইকেল হাওলেট এই অঞ্চলে জলদস্যুতার বৃদ্ধি উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছেন, “এই জলপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা রক্ষার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে।”
বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য এবং ক্রুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।’
প্যারিস-ভিত্তিক আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স (আইসিসি) এর অংশ সমুদ্র পর্যবেক্ষণ সংস্থা আইএমবি।