বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে  যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমকে বিদায় সংবর্ধনা

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে আজ  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   নবীনগরের বিভিন্ন সংগঠনের  উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান  ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি  মোহাম্মদ হোসেন শান্তি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  নবীনগর হোপের  নির্বাহী পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  কে এম আসাদুজ্জামান কল্লোল, প্রেসক্লাবের সাবেক  সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,   প্রেসক্লাব সদস্য ও সার্বজনীন চ্যারিটেবল ট্রাস্ট এর পরিচালক মোহাম্মদ আবু কাওছার, কালের কন্ঠের নবীনগর প্রতিনিধি মাজেদুল ইসলাম,  নারী উদ্যোক্তা  বিথী আক্তার,  শাহপরান এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা মনজুর আলমকে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য প্রত্যাশা করেন। সংবর্ধিত ব্যক্তি  ও বিদায়ী কর্মকর্তা মনজুর আলম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি নবীনগরে কাজের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মকালীন সময়ে সহকর্মী ও নবীনগরবাসীর কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, “নবীনগরের স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে।” তিনি নবীনগরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু