বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে : আমীর খসরু

news-image

অনলাইন ড্স্কে : এনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা আগামী এক মাসের মধ্যেই সমাধান করা সম্ভব। কারণ, সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, যেগুলোতে ঐকমত্য হবে, সেগুলো সংস্কার হবে। বাকিগুলো নির্বাচিত সংসদ করবে। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু আরও বলেন, আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো (ঐকমত্য কমিশনে) জমা দিয়েছি। সেখানে যা ঐকমত্য হবে, সেটা তো আমরা ১৫/২০ দিনে করে ফেলতে পারি। তারপরে যে সনদের কথা বলা হয়েছে, তাতে যদি ঐকমত্য হয়, সেটা সই করা সময়ের ব্যাপার না। নির্বাচন কমিশনও বলে দিয়েছে, তারা প্রস্তুত। এরপরে আর কোনো ইস্যু থাকছে না। তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। সুতরাং সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা উঠে এসেছে এবং ট্যারিফের ক্ষেত্রে বাংলাদেশ কী চিন্তা করছে, সেটা উঠে এসেছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কীভাবে অ্যাড্রেস করা যায়। কারণ, ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই তো জানতে চাচ্ছে, নির্বাচন কবে, আমরা কী চিন্তা করছি। আমরা বলেছি, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দেশের ভেতরে-বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত হয়ে আছে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা নির্বাচিত সরকার আসার পরে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। সুতরাং স্বভাবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের। দেশের ভেতরের-বাইরের যারা এখানে বিনিয়োগ করবে- এটা তো দীর্ঘ, মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদী। এটা তো শুধু সংক্ষিপ্ত মেয়াদী কিছু না।

বিএনপির অর্থনৈতিক পলিসি কী হবে, সেটা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, আমাদের পলিসি তারা (মার্কিন কূটনীতিক) জানতে চেয়েছে যে, বিএনপির পলিসি কী হবে, অর্থনৈতিক পলিসি কী হবে-সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমরা বলেছি, বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে, তা বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার বিএনপির সময়ে হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা- সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরাও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাবো।

 

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু