শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিগত ১৬ বছর নববর্ষে বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো: সারজিস

news-image

পঞ্চগড় প্রতিনিধি : বিগত ১৬ বছরে নববর্ষগুলোতে বিভিন্ন ধরনের বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘নববর্ষে দলীয় প্রভাবের সঙ্গে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি। দল ও বিদেশি রাষ্ট্রের কনসেপ্ট তৈরি করে বিভিন্ন সেগমেন্ট তৈরি করা হতো। বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।’

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে গণ-অভ্যুত্থানে শহিদ সাগর ইসলামের কবর জিয়ারত ও তার স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘ফ্যাসিস্টের পক্ষ থেকে বা ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দিলে তা কখনোই সাসটেইনেবল হয় না। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে যতটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে, তাতে আমরা যা ধারণ করি তাই প্রকাশ করতে পারি। আমরা বিশ্বাস করি, আগামীতেও যারা বাংলাদেশের সরকারের দায়িত্বে থাকবে, তারা যেন কোনো কিছু মানুষের ওপর চাপিয়ে দেওয়ার সাহস না করে। আমাদের প্রকৃত সংস্কৃতি ধারণ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা যেন তারা রাখে।’

নেতানিয়াহুর হাতে গণহত্যার রক্ত

নাগরিক পার্টির এই নেতা আরও বলেন, ‘দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সহযোগীদের হাতে গাজায় গণহত্যার রক্ত লেগে আছে। ঢাকায় মার্চ ফর গাজায় আমরা দেখেছি লাখ লাখ মানুষ দল-মতনির্বিশেষে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চাই- ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলিম ভাইদের সঙ্গে যা হচ্ছে তা গণহত্যা। এই গণহত্যার রক্তের দাগ তা নেতানিয়াহুর হাতে লেগে আছে। তাকে যারা সহায়তা করছে- সেই সব ব্যক্তি, দেশ বা প্রতিষ্ঠানের গায়েও ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে। জাতিসংঘ, ইউনিসেফসহ মানবাধিকার সংগঠনগুলো বড় বড় লেকচার দেয়; কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা তাদের বলতে চাই- আগামীর পৃথিবীতে মানবাধিকারের কোনো বক্তব্য দেওয়ার আগে গাজার চিত্রটি সামনে আনবেন। সেই ইস্যুতে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনের মানবাধিকারের জ্ঞান দেওয়ার মতো মুখ আপনার নেই। আমরা দেখেছি, সারা বিশ্বেই ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। এই যে বর্বরতা, এই যে গণহত্যা চলছে- এটি যদি চলতে দেওয়া হয়, তবে তা কিন্তু শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না। একদিন এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। এটা শুধু মুসলিমকেন্দ্রিক নয়। যারা রক্তপিপাসু তাদের স্বার্থের প্রয়োজনে অন্য ধর্মের মানুষেরও রক্ত ঝরাবে।’

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের