নবীনগর পৌরসভায় মধ্যবিনিময় সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ শনিবার বেলা ১২ টার দিকে
পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা । নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোঃ মাহবুব হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।