শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগর উপজেলায় বোরো ধান কর্তন শুরু

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলায় বোরো ধান কর্তন শুরু হয়েছে। চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এরমধ্যে হাওর এবং বিলে আবাদ হয়েছে  ৮৫৫০ হেক্টর। সাধারণত কৃষক হাওরে আগাম ধান আবাদ করে থাকে। আগাম ধান হিসেবে এই অঞ্চলে জনপ্রিয় জাত গুলো হচ্ছে জিরাশাইল, ব্রিধান ২৮, ব্রিধান ৮৮ এবং ব্রিধান ৯৬। বিগত কয়েক বছরে রোগ বালাই আক্রমণ বেশি হওয়াতে ব্রিধান ২৮ কৃষি বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। ব্রিধান ৮৮ এবং ব্রিধান ৯৬ তুলনামূলক রোগবালাই সহনশীল এবং উৎপাদন ও বেশ ভালো।

সাধারণত এপ্রিলের মাসের মাঝামাঝি হাওরের ধান কর্তন শুরু হয়। আবহাওয়ার তারতম্য থাকলে সময় কিছুটা পরিবর্তন হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান কর্তন শুরু হয়েছে। কুড়িঘর হাওরে এক মাঠেই ধান কর্তন করা হচ্ছে ১৫ টি কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে। একটি কম্বাইন হারভেষ্টার দিনে ২৫ বিঘা জমিতে ধান কর্তন ঝাড়াই মাড়াই করতে সক্ষম যা ১৫০ জন শ্রমিকের প্রয়োজন। সরকারের ভর্তুকি মূল্যের এই প্রযুক্তির কল্যাণে একদিকে শ্রমিক সংকট লাঘব হচ্ছে অন্যদিকে অর্থ সাশ্রয় হচ্ছে। হাওরের ধান সঠিক সময়ে কর্তন করা সহজ হচ্ছে।

কুড়িঘর গ্রামের কৃষক ছানু মিয়া জানান, এই মাঠে গত ৩-৪ বছর ধরেই আমরা মেশিন দিয়ে আগাম ধান কাটি। আমি এই বছর চার বিঘা ধান করেছি, আগে এই ধান কর্তন, ঝাড়াই মাড়াই করতে আমার শ্রমিক লাগতো ৩০ জন,  সময় লাগতো প্রায় ৪ দিন। এখন একদিনেই সব কাজ শেষ হচ্ছে।

জাফরপুর বিলের কৃষক কাউছার জানান, ধান কর্তন সঠিক সময়ে করা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই। যন্ত্র নিয়ে ধান কেটে, নছিমন দিয়ে বাড়ি আনা যাচ্ছে সহজেই। এতে সময়, অর্থ দুটিই লাগব হচ্ছে। এই মৌসুমে ব্রিধান ৯৬ এবং ব্রিধান ১০৭ আবাদ করেছি। ফলন ভালো হয়েছে, রোগ বালাই প্রকোপ একবারে নাই।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৫০০ মে.টন ধান। আবহাওয়া অনূকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। নিয়মিত শ্রমিকের পাশাপাশি শতাধিক কম্বাইন হারভেষ্টার দিয়ে ধান কর্তন শুরু হয়েছে। কৃষি বিভাগ ধান কর্তন সঠিক সময়ে করতে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের