নবীনগর উপজেলায় বোরো ধান কর্তন শুরু
সাধারণত এপ্রিলের মাসের মাঝামাঝি হাওরের ধান কর্তন শুরু হয়। আবহাওয়ার তারতম্য থাকলে সময় কিছুটা পরিবর্তন হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান কর্তন শুরু হয়েছে। কুড়িঘর হাওরে এক মাঠেই ধান কর্তন করা হচ্ছে ১৫ টি কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে। একটি কম্বাইন হারভেষ্টার দিনে ২৫ বিঘা জমিতে ধান কর্তন ঝাড়াই মাড়াই করতে সক্ষম যা ১৫০ জন শ্রমিকের প্রয়োজন। সরকারের ভর্তুকি মূল্যের এই প্রযুক্তির কল্যাণে একদিকে শ্রমিক সংকট লাঘব হচ্ছে অন্যদিকে অর্থ সাশ্রয় হচ্ছে। হাওরের ধান সঠিক সময়ে কর্তন করা সহজ হচ্ছে।
কুড়িঘর গ্রামের কৃষক ছানু মিয়া জানান, এই মাঠে গত ৩-৪ বছর ধরেই আমরা মেশিন দিয়ে আগাম ধান কাটি। আমি এই বছর চার বিঘা ধান করেছি, আগে এই ধান কর্তন, ঝাড়াই মাড়াই করতে আমার শ্রমিক লাগতো ৩০ জন, সময় লাগতো প্রায় ৪ দিন। এখন একদিনেই সব কাজ শেষ হচ্ছে।
জাফরপুর বিলের কৃষক কাউছার জানান, ধান কর্তন সঠিক সময়ে করা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই। যন্ত্র নিয়ে ধান কেটে, নছিমন দিয়ে বাড়ি আনা যাচ্ছে সহজেই। এতে সময়, অর্থ দুটিই লাগব হচ্ছে। এই মৌসুমে ব্রিধান ৯৬ এবং ব্রিধান ১০৭ আবাদ করেছি। ফলন ভালো হয়েছে, রোগ বালাই প্রকোপ একবারে নাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৫০০ মে.টন ধান। আবহাওয়া অনূকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। নিয়মিত শ্রমিকের পাশাপাশি শতাধিক কম্বাইন হারভেষ্টার দিয়ে ধান কর্তন শুরু হয়েছে। কৃষি বিভাগ ধান কর্তন সঠিক সময়ে করতে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।