বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষার দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। পরিদর্শন শেষে ইউএনও জানান, “আমরা নিশ্চিত করেছি যেন পরীক্ষার্থীরা নিরাপদ, শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারে। অভিভাবকদেরও অনুরোধ করেছি যেন তারা পরীক্ষাকেন্দ্রের বাইরে অযথা ভিড় না করেন।”
বাঞ্ছারামপুরের ৭টি কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বাঞ্ছারামপুর উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩ হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এসএসসি -২০২৫ পরিক্ষা ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২৩০৭ জন পরিক্ষার্থীর মধ্যে ২২৭০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এবং দাখিল পরিক্ষা ২টি কেন্দ্রে ৩৫২ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৩১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি ভোকেশনাল ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ৩০৯ জন এর মধ্যে ৩০১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।