ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭
অনলাইন ডেস্ক : ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ৩৫ জনের মধ্যে আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যু হয় বলে জানা গেলেও হাসপাতালে নেওয়ার পরে আরও ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, আমরা সব আহতকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাফন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজ চলছে।