নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আজ সোমবার বিকেলে নবীনগর সমবায় মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সভাপতি রেজাউল হক রহমত, সহ সভাপতি চাঁন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ,অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল, সদস্য হেদায়েতুল্লাহ, কবি ও লেখক মোবারক হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রবাসী শরিফুল ইসলাম প্রমূখ।