বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমি বৈষম্যের শিকার, আদালতে ব্যারিস্টার সুমন

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : নিজেকে বৈষম্যের শিকার দাবি করেছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি অভিযোগ করেন, ‘৬টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার মামলায় ৫ মাস ধরে জামিন পাই না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। সেখানে নিজের জামিন শুনানি করেন ব্যারিস্টার সুমন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। হাজিরা শেষে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন।

পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে, চুনারুঘাটের এই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

ব্যারিস্টার সুমনের আইনজীবী আব্দুস শহীদ বলেন, ‘আমরা আদালতকে বলেছি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। কারণ তাকে যে মামলায় আসামি করা হয়েছে সেদিন তিনি ঢাকা ছিলেন। এ ছাড়া ৩২৩ ধারা মামলা জামিনযোগ্য।’

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু