কেইপিজেড পরিদর্শনে ২৬ বিদেশি বিনিয়োগকারী
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেছেন ২৬ সদস্যের বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি দল। এ সময় তারা কাজের পরিবেশ ও অবকাঠামোর খোঁজ-খবর নেন।
তাছাড়া, পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টায় আনোয়ারায় কেইপিজেড পরিদর্শনে আসেন দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা ইয়ং ওয়ান নামক প্রতিষ্ঠানের দুটি সুতা ও একটি পোশাক কারখানা পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি সুতা কারখানার বিমিং সেকশন, সাইজিং সেকশন, উইভিং সেকশন, হুক অ্যান্ড লুপ, কোটিং রুম, ডেলিভারি স্টোর পরিদর্শন করেন। পাশাপাশি পোশাক কারখানার মিড লাইন ইনস্পেকশন, অ্যান্ড লাইন ইনস্পেকশন, কাটিং ইস্যু কিপিং এরিয়া, কাট প্যানেল ইনস্পেকশন, নাম্বারিং এরিয়া, আপস্ট্রিম এরিয়া, ডাউনস্ট্রিম এরিয়া, সুয়িং ইস্যু ডেলিভারি এরিয়া, নিডল চেঞ্জিং বক্সসহ বিভিন্ন সেকশন পরিদর্শন করেন।
জানা গেছে, আড়াই হাজার একরের এই ইপিজেডে বর্তমানে আট শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে। দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধি দলসহ বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসেছেন। ঢাকায় সামিটে আসা কোরিয়ান বিনিয়োগকারীদের ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে আনা হয়। তারা কর্ম পরিবেশ ও অবকাঠামোসহ বিভিন্ন বিষয় সরাসরি দেখেছেন।
পরিদর্শনকারী দল তিনটি কারখানা পরিদর্শন করে সন্তুষ্টি ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
কেইপিজেডের ম্যানেজিং ডিরেক্টর (প্রশাসন-জেনারেল অ্যাফেয়ার্স) মো. শাহজাহান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এসেছেন। তারা কাজের পরিবেশ, প্রক্রিয়া, বিনিয়োগ সুবিধাসহ বিভিন্ন বিষয় সরাসরি দেখেছেন। কেইপিজেডে বর্তমানে ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে। বিনিয়োগকারীরা সবকিছু যাচাই বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশাবাদী আরও অনেক বিনিয়োগকারী আসবেন, বিনিয়োগ করবেন।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, আনোয়ারায় কেইপিজেডে একদল বিদেশি বিনিয়োগকারী পরিদর্শনে এসেছেন। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হয়েছে। তারা সবকিছুই দেখেছেন।
বিনিয়োগে উৎসাহিত করার জন্যই তাদের সবকিছু দেখানো হয়েছে। এখন তারা তাদের সিদ্ধান্ত নেবেন। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা আশাবাদী।
ইয়ংওন-এর চেয়ারম্যান কিহাক সাং বলেন, বিনিয়োগ বাড়াতে বেপজা, প্রাইভেট ইপিজেড ও বেজা একসঙ্গে কাজ করছে। তবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে হবে। সৃজনশীল হতে হবে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে চীন, কোরিয়া, জাপানসহ ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন।
এই সম্মেলনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি দল ৭ এপ্রিল এসেছেন চট্টগ্রামে। পরিদর্শন করেছেন কেইপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন।
আনোয়ারায় আড়াই হাজার একর জায়গার উপর কোরিয়ান ইপিজেড। এখানে ৪৮টি অত্যাধুনিক উৎপাদন সুবিধায় প্রায় ৩৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। যার মধ্যে পোশাক রপ্তানিকারক জায়ান্ট ইয়ংওনও রয়েছে।