বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যালয় এখন ফার্ণিচার কারখানা

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  : রাজনৈতিক শূন্যতায় অরক্ষিত সম্পদ, অভিভাবকহীনতায় অবৈধ দখলদারিসরকার পতনের মাত্র দুই মাসের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের নির্মাণাধীন দলীয় কার্যালয় আজ অবৈধ দখলদারদের হাতে। নির্মাণকাজ এখনো এক তলাও পূর্ণাঙ্গভাবে শেষ না হলেও ভবনের নিচতলা দখল করে চালানো হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে একটি ফার্নিচার কারখানা।
দলীয় সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটি ২০২৩ প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে। অথচ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সাংগঠনিক অভিভাবকত্ব হারিয়ে ফেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে সাধারণ ব্যবসায়ীদের হাতে। এই দখলদারি স্থানীয় আওয়ামী লীগের অব্যবস্থাপনা ও নেতৃত্বের শূন্যতার নগ্ন বহিঃপ্রকাশ।
স্থানীয় দুই ব্যবসায়ী আশরাফ উদ্দিন ও মোস্তফা মিয়া, দলীয় কোনো অনুমোদন বা ভাড়া ছাড়াই, গত অক্টোবর মাস থেকে ভবনের দুটি ইউনিট দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নির্মাণ অসম্পূর্ণ হলেও নিচতলার ব্যবহারযোগ্য অংশকে তারা কার্যত আত্মসাৎ করে ফেলেছেন।
দখলদার আশরাফ উদ্দিন বলেন, ভবনটি ফাঁকা পড়ে ছিল।এখানে মানুষজন পস্রাব- পায়খানা করতো।পরিবেন নষ্ট হতো বলে আমি কারখানা দিয়েছি। মোস্তফা মিয়া বলেন,  জায়গা খালি ছিল দেখে কাজে লাগিয়েছি। কাউকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক শূন্যতার সুযোগে কীভাবে সংগঠনের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর ক্ষমতা হারালে দলের অস্তিত্ব কীভাবে হয়ে পড়ে গৃহহীন, অভিভাবকহীন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুছা বলেন, দলীয় অফিস দখল করে বাণিজ্য করা কোনো রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে না। এটা দায়িত্বহীনতা ও অনৈতিকতার চূড়ান্ত দৃষ্টান্ত। এবিষয়ে কথা বলার জন্য বাঞ্ছারামপুর আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হয়নি। এনিয়ে কেউ কথা বলবে,সেরকম দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
এই অবস্থা আওয়ামী লীগের জন্য আত্মসমালোচনার বড় কারণ। এটি দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবক্ষয়, নেতৃত্বহীনতা ও সম্পদ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার প্রতীক।
একসময় যে দল ক্ষমতায় থেকে দেশ চালিয়েছে, আজ তাদের স্থানীয় কার্যালয় রক্ষা করতেও ব্যর্থ এটাই বাস্তবতা। ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে তৃণমূলের অবকাঠামোও কীভাবে ভেঙে পড়ে, বাঞ্ছারামপুরের দলীয় কার্যালয় যেন তার জীবন্ত উদাহরণ।এ যেন রাজনৈতিক পরিণতির এক নির্মম প্রতিচ্ছবি যেখানে দল ক্ষমতার সিংহাসন থেকে নামার পর নিজেদের ঘরও আর নিজেদের থাকে না।

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু