বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাপ মোচনের কাঙ্ক্ষায় অষ্টমী স্নান

news-image

অনলাইন ডেস্ক : সনাতন ধর্মচারীর জীবনে স্নান অত্যাবশ্যক। স্নান সম্পন্ন করে সনাতনী ব্যক্তি নিত্যকর্মের সূচনা করেন। যে কোনো ধর্মানুষ্ঠানে অংশগ্রহণের অন্যতম শর্ত স্নান করে শারীরিক শুদ্ধতা নিশ্চিতকরণ। অবশ্য পীড়িত বা অক্ষম ভক্তের অংশগ্রহণ নিশ্চিতকরণে জন্য শাস্ত্রীয় বিধানে এর শৈথিল্য অনুমোদিত। অন্যদিকে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি, বুধবার পুনর্বসু নক্ষত্রকালে ব্রহ্মপুত্র নদে স্নান বিশেষ তাৎপর্যবহ। নদীতে স্নান করার সনাতনী রীতি বহু যুগ ধরে চলে আসছে। জ্যোতিষীর মতে, নদীতে স্নান করার মাধ্যমে ব্যক্তির নেতিবাচক শক্তি দূর হয়। পৃথিবীর শক্তির সঙ্গে সংযোগ বজায় রাখে। সব সময় খালি পায়েই নদীতে স্নান করা উচিত। কারণ এটি ‘Bare Foot Bath’ বা নগ্ন পদস্নান। এটি আনন্দ বা দলগত সখ পূরণের অংশ নয় বরং ব্রহ্মার কাছে পাপ মোচনের আবেদন উপস্থাপনের প্রক্রিয়া। খালি পায়ে স্নান করলে নদী থেকে নির্গত শক্তি স্নানকারীর শরীরে প্রবেশ করে এবং শরীরের উপকার করে।

ত্রেতাযুগে জমদগ্নি মহামুনির রেনুকা নামে এক রাজবংশীয় সুন্দরী স্ত্রী ছিল। তাঁদের ছিল পাঁচ পুত্র। সর্বকনিষ্ঠের নাম ছিল পরশুরাম। ঘটনাক্রমে মার্তিকাবর্ত দেশের রাজাকে সস্ত্রীক জল বিহার করতে দেখে আশ্রমবাসিনী রেণুকা নিজের পূর্ব-রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিকাতর হয়ে মানসিক বিভ্রান্তিতে পড়েন। এর ফলে যথাসময়ে মুনির নিত্যকর্ম ও পূজা সম্পাদনের আয়োজন ব্যাহত হয়। স্ত্রীর এই অমনোযোগে তিনি ক্রোধান্বিত হয়ে তাদের মাতাকে হত্যার জন্য বড় চার পুত্রকে নির্দেশ দিলেন। কিন্তু কোনো পুত্রই মাতৃহত্যার মতো নিষ্ঠুর কাজ করতে রাজি হলো না।

তখন মুনি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে বললেন, ‘আমি যদি তোমাকে কোনো কঠোর নির্দেশ দিই, তা কি তুমি পালন করবে?’

পরশুরাম বলল, অবশ্যই। কারণ পিতৃ আদেশ পালন শিরোধার্য।

এবার জমদগ্নি ঋষি পরশুরামকে নির্দেশ দিলেন ‘যাও, এই মুহূর্তে কুঠার দিয়ে তোমার মাতা ও চার ভ্রাতাকে হত্যা করো।’

পিতার এমন অমানবিক নির্দেশ শুনে পরশুরাম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। জমদগ্নি ঋষিপুত্রকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় নির্দেশ দেন— ‘যাও পিত্রাদেশ পালন করো। নচেৎ তুমি, আমার কঠিন অভিশাপে অভিশপ্ত হবে।’ উপায়ান্তর খুঁজে না পেয়ে পরশুরাম কুঠারের আঘাতে নির্মমভাবে তার মা ও ভাইদের হত্যা করেন। কিন্তু এ কি কুঠার তো আর হাত থেকে খুলছে না। পরশুরাম তখন তার হাতে আটকে থাকা রক্তাক্ত কুঠার নিয়ে পিতৃচরণে লুটিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন ‘পিতা, আমি তো পিত্রাদেশ পালন করেছি। এবার তুমি তোমার মহত্বের গুণে আমাকে বরদান করো। মাতৃহত্যার অনুশোচনায় দগ্ধ হয়ে পরশুরাম আবেগাপ্লুত কণ্ঠে পিতার কাছে চারটি বর চাইলেন—

১) তপঃপ্রভাবে আমাদের মা যেন আবার জীবিত হয়ে আমাদের সাথে বসবাস করেন;

২) হত্যার ঘটনা যেন মায়ের স্মরণে না থাকে;

৩) জ্যেষ্ঠভ্রাতাগণ যেন মনুষ্যবৎ পূর্বাবস্থা ফিরে পান;

৪) এই হতাকাণ্ডে তার যেন পাপস্পর্শ না হয়।

জমদগ্নি ঋষির বরে মা ও চারভাই জীবন ফিরে পেলেন কিন্তু পরশুরামের কুঠার হাত থেকে খুলল না।

পরশুরাম বললেন—পিতা, আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব কীভাবে? তুমি বলে দাও।

জমদগ্নি ঋষি বললেন—তুমি যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে ওই কুঠার হাতে আটকানো অবস্থায় সমস্ত ধর্মীয় পীঠস্থান ভ্রমণ করতে হবে। পীঠস্থান ভ্রমণ শেষে তোমাকে যেতে হবে, কোশলের বিষ্ণুদশা নামে পরিচিত দ্বিজের কাছে। তিনিই তোমার এই অভিশাপ মোচনের পথ দেখাবেন। পরশুরাম পিতার পরামর্শমতো অভিশপ্ত কুঠারটি হাতে নিয়েই পীঠস্থান ঘুরতে বের হলেন। গোটা ভারতবর্ষে যতগুলো পীঠস্থান আছে সর্বত্র এভাবেই ঘুরতে ঘুরতে এক সময় এসে পৌঁছলেন কোশলের দ্বিজ বিষ্ণুদশার কাছে।

বিষ্ণুদশা পরশুরামের কাছ থেকে সব শুনে বললেন—মানস সরোবরে যাও। দেবতা ব্রহ্মপুত্র হিমালয়ের বুকে হ্রদ রূপে লুকিয়ে আছে। পরশুরাম বিষ্ণু দশার কাছ থেকে ব্রহ্মপুত্রের মাহাত্ম্যের কথা জানতে পেরে ছুটে গেলেন মানস সরোবরে। তিনি খুঁজে পেলেন হিমালয়ে লুক্কায়িত ব্রহ্মপুত্র হ্রদ এবং প্রার্থনা জানালেন যেন এর পবিত্র জলে তার পাপ মুক্ত হয়। পরশুরাম হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কুঠারখানা হাত থেকে খুলে গেল। তিনি মাতৃহত্যার পাপ থেকে মুক্ত হলেন। মাতৃহত্যার অভিশাপ থেকে তার মুক্তির তিথিটি ছিল চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি, বুধবার, পুনর্বসু নক্ষত্র।

ব্রহ্মপুত্রের এই অলৌকিক শক্তিসম্পন্ন পাপ হরণকারী জল যাতে সাধারণ মানুষের উপকারে আসে সে উদ্দেশ্যে পরশুরাম সেই জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসার আন্তরিক অভিপ্রায় প্রকাশ করেন। তিনি কুঠারখানা লাঙলের ফলকে বেঁধে সেই ফলক দিয়ে নালা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের পবিত্র জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসেন। আসার পথে তিনি কুড়িগ্রামের চিলমারী নামক এলাকায় প্রথম বিশ্রাম নেন এবং পরে দক্ষিণে এগিয়ে যান।

তারপর লাঙল দিয়ে মাটি কর্ষণ করে হিমালয়ের পাদদেশ থেকে নারায়ণগঞ্জ জেলার ‘লাঙ্গলবন্দ’ পর্যন্ত নিয়ে আসেন। সুদূর হিমালয় থেকে হাল চালনায় ক্লান্ত হয়ে পরশুরাম বিশ্রাম করার জন্য এখানে লাঙল বন্ধ রাখেন বলে স্থানটির নাম হয় ‘লাঙ্গলবন্দ’। ‘লাঙ্গলবন্দ’ স্নানে প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থী আসেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমী বুধবার ও পুনর্বসু নক্ষত্র যোগ হলে তাকে ‘বুধাষ্টমী’ বলে। প্রতি বারো বছর পরপর এ তিথি একত্রে মিলিত হয়। আর এ সময় ব্রহ্মপুত্রে সর্বতীর্থের সমাগম হয় এবং তা তীর্থরাজে পরিণত হয়। এই ‘বুধাষ্টমী’ যোগে ব্রহ্মপুত্র স্নানে সর্বপাপ থেকে মুক্তির প্রার্থনা জানানো যায়। সনাতন ধর্মচারীরা জীবনের সব পাপ মোচনের জন্য প্রতি বছর নির্দিষ্ট এই দিনটিতে স্নানের জন্য ছুটে আসেন ব্রহ্মপুত্র নদের জলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি এক লিটার পানিতে দ্রবীভূত লবণের (পিপিটি) সহনীয় মান শূন্য দশমিক শূন্য ৫ গ্রাম । সাগরে প্রতি লিটার পানিতে দ্রবীভূত লবণের পরিমাণ প্রায় ৩৫ গ্রাম। গবেষকদের মতে নদীর জলে সমুদ্রের জলের চেয়ে লবণের পরিমাণ অতি সামান্য হলেও এই পরিমিত মাত্রার লবণ স্নান সম্পন্নকারীদের উপকারে আসে—শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সচল রাখতে এই জল কার্যকর। এতে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয়; ত্বক টানটান হয়। ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকে নূতন আবহ যুক্ত হয়; যাদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাদের সারা বছর ত্বকে সংক্রমণ, র‌্যাশ, ফুসকুড়ির সমস্যা হয়। স্নানের কারণে তাদের ত্বকে ইতিবাচক প্রভাবসহ নানা প্রভাব রয়েছে। যদিও অসংখ্য পুণ্যার্থী এই নদীর পানি স্নানের জন্য ব্যবহার করেন বিধায় জনস্বাস্থ্য অধিদপ্তর, সরকারের নদী গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য সংশ্লিষ্ট কারিগরি সংস্থার উদ্যোগে স্নানের জন্য নির্ধারিত এলাকায় নদীর পানির মান ও স্নান উপযোগিতার বিষয়টি নিয়মিত পরীক্ষা ও আবশ্যক ক্ষেত্রে গৃহীত ব্যবস্থার তথ্য সংবলিত প্রতিবেদন সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা উচিত।

স্নানের মন্ত্রটি নিম্নরূপঃ-

‘ওঁ ব্রহ্মপুত্র মহাভাগ শান্তোনঃ কুল নন্দন। অমোঘা-গর্ভ সম্ভূত পাপং লৌহিত্য মে হর। ত্বং ব্রহ্মপুত্র ভুবন তারণ তীর্থরাজ, গম্ভীর-নীর পরিপূরিত সর্ব্বদেহ । ত্বদ্দর্শ নং হরতু মে ভবঘোর দুঃখং সংযোগতঃ কলিযুগে ভগবন্নমস্তে।’

লেখক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটির উপদেষ্টা পুরোহিত এবং সম্পাদক জয় বাবা লোকনাথ পঞ্জিকা এবং অতিরিক্ত সচিব (অব.)

 

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু