শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের শান্তি কামনায় দোয়া এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুর শাহাদাতদিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মোস্তাক আহমেদ আল-ওয়ায়েসি। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাওলানা সাইদুর রহমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা  মাওলানা নজরুল ইসলাম আজিজি,ইসলামী ফ্রন্টের নেতা সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শওকুতুল ইসলাম।

আহবায়ক মাজহারুল হক ফুয়াদ পাঠানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রভাষক মো: আবু জামাল। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: আজদু মিয়া,মাওলানা মাসুদুর রহমান ভুইয়া,মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী,প্রভাষক শেখ সায়েদুর হক,জহিরুল ইসলাম,জুবায়ের আহমেদ,আবদুল মাজিদ,মোজাম্মেল হক, শেখ হোসাইন প্রমূখ। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দসহ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত,ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ,পীর মাশায়েক ও উলামায়ে কেরাম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।এছাড়াও দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের