আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হবে না: হাসনাত আবদুল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাম্প্রতিক ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় না করানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনারা জনগণকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। সেনাবাহিনীকে যারা অপব্যবহার করতে চায়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করতে চাই, সেনাবাহিনী আমাদের আস্থার প্রতিদান দেবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হবে না।’
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে এনসিপির ঢাকা মহানগর শাখার সমাবেশে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
বিচারের দাবি তুলে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘অভ্যুত্থানের ৭ মাস হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কাজ শুরু করেনি। আমরা বলতে চাই, অবিলম্বে লীগের বিচার শুরু করতে হবে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিদায় হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং এই আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। যেই নৌকা ভেঙে বঙ্গোপসাগরে চলে গেছে সেই নৌকাকে আর ফিরিয়ে আনা যাবে না।’
এতে অন্যান্যদের মধ্যে সমাবেশে নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, রফিকুল ইসলাম আইনি প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও বিগত আওয়ামী শাসনামলে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহতদের প্লাটফর্ম ওরিয়র্স অব জুলাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জুলাই মঞ্চ।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শনিবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জড়ো হতে থাকেন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতরা।
আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে প্লাটফর্মটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে খুনি হাসিনার দোসররা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দুই হাজার লাশ এবং হাজারো আহতের অঙ্গহানির উপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে। অবিলম্বে খুনি হাসিনার বিচারসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অভ্যুত্থানে আহত আরমান হোসেন বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা ৬৪ জেলা থেকে জুলাই যোদ্ধা শহিদ পরিবার ঢাকামুখী হব। আবার একটি গণঅভ্যুত্থান হবে। এই অভ্যুত্থানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই আওয়ামী লীগকে যারা সমর্থন করছে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। একইসঙ্গে যারা তাদের সমর্থন করেছে তাদেরকে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।’
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা তাদের কর্মসূচি শেষ করেন। এর আগে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে মিলিত হন।
এদিকে দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিপ্লবী ছাত্র-জনতা যারা দিল্লি না, ঢাকা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসন লীগের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছিল, তারা এই বক্তব্য (প্রধান উপদেষ্টার বক্তব্য) প্রত্যাখ্যান করেছে এবং এর নিন্দা জানাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই আপনার। তাহলে কীসের পরিকল্পনা আছে আপনার। এই রক্ত এবং জীবনের বিনিময়ে আপনারা সেখানে বসেছেন। দিল্লির নির্দেশে আগামীতে এই দেশে নির্বাচন হবে সেজন্য কি আপনাদের বসানো হয়েছে? আমরা চাই, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের মুখোমুখি করতে হবে।’
সেনাবাহিনীর বিরুদ্ধে একটি গোষ্ঠী মানুষকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘একটা গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলব, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে আপনারা ঢিল মারবেন না। কারণ, অন্ধকারে ঢিল মেরে অনেকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে।’
এদিকে শুক্রবারের ন্যায় জুলাই মঞ্চের ব্যনারে একদল তরুণ শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করে। ব্লকেড কর্মসূচি পালন করলেও শাহবাগে যানচলাচল স্বাভাবিক ছিল।