সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে শোভিতার বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন শোভিতা ধুলিপালার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাগা। তারপর নাগা-সামান্থার বিবাহবিচ্ছেদ। ক্রমে বিয়ের পিঁড়িতে বসেন নাগা-শোভিতা।

পুরো সময়টা জুড়ে ধেয়ে আসে কটাক্ষ। যদিও এখন সে সব বিতর্ক কিছুটা হলেও স্তিমিত। নাগা নিজেও জানিয়েছেন, তাকে বিয়ে করার জন্য অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে শোভিতাকে। কিন্তু এবার নাগা নিজেই দ্বিতীয় স্ত্রীর স্বভাবদোষের কথা তুলে ধরলেন।

সম্প্রতি একটি বিদেশি পত্রিকার জন্য শুট করেছেন তারা। তাদের দেওয়া সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের খুঁটিনাটি তুলে ধরেন, কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভালো রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি। কিন্তু এসব প্রশ্নোত্তরের মাঝেই স্ত্রীর অসুস্থতা নিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন নাগা চৈতন্য। প্রশ্ন করা হয়, দোষ করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘সব সময় আমি।’

নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভালো রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’ সঙ্গে সঙ্গে শোভিতা বলেন, ‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’

স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা। তবে এখানেই থেমে যাননি নাগা। এবার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দু’জনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন! তাতেই শোভিতা জানান, তিনি নাকি প্রায় অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন।

স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ