নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার নেই
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশ চোরচক্রের কাউকে আটক করতে পারিনি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জমিদার বাড়ি এলাকার বালুচর মাঠসংলগ্ন একটি গোডাউনে এ অভিযান চালায় পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌরসভার জমিদার বাড়ির বালুচর মাঠের পাশে আরফাতুল ইসলামের গোডাউনে একাধিক চোরাই মোটরসাইকেল রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে এসব অবৈধ কার্যক্রম রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।