রাজশাহীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় দলটির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা শুরু হয়। এতে গোয়েন্দা পুলিশের এক সদস্যসহ চারজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আপন (৩৫), লামিয়া (০৩), লাভলী ও মহানগর বিশেষ শাখা (সিটিএসবি)-এর সদস্য মো. তোফাজ্জল হোসেন (৪২)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস আহতদের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারামারির ঘটনায় চারজনকে আহত অবস্থায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়া আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তির নির্দেশ দিয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
এদিকে, এই প্রতিবেদন লেখার সময় রাত পৌনে ১১টা পর্যন্ত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেন বিএনপি মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে আজ সন্ধ্যায় লাভলীর বাড়িতে বিএনপির একপক্ষ, আওয়ামী লীগ জামায়াতসহ সমন্বয়ক পরিচয়ে কয়েকজন তার বাড়িতে ভাঙচুর করে। হামলাকারীরা সেখান থেকে সরে গেলে পরে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে নগরীর শালবাগান পর্যন্ত। তখন ইটপাটকেলের আঘাতে সিটি এসবির এক সদস্যসহ চারজন আহত হন।
দড়িখড়বোনা এলাকায় থেমে থাকা এক মোটরসাইকেলে আগুন দেয় সংঘর্ষকারীরা। এরপর থেকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটি এখনো চলছে। আমাদের এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এখনো বিস্তারিত বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ অন্যান্যদের ডাকা হচ্ছে।