বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত ১৩ বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আমরা ১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়, আজহারকে মুক্তি দিন।’

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদের বিপক্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামায়াতে ইসলামীর ওপরে। সব শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে বন্দী করা হয়। সে সময় দলের গুরু দায়িত্ব অর্পিত হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের কাঁধে। তিনি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকেও গ্রেপ্তার করা হয়।

জামায়াত আমির বলেন, ‘১৩টি বছর অতিবাহিত হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি এখনো আছেন। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, আমাদের প্রশ্ন ফ্যাসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন? কোন জিনিসটা তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য?’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তো নিজ থেকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এই উদারতা আমরা দেখিয়েছিলাম। ভবিষ্যতেও এই উদারতা আমরা দেখিয়ে যাব। কিন্তু এ টি এম আজহারুল ইসলাম কবে মুক্তি পাবেন, সেটি আমরা জানতে চাই সরকারের কাছে।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা তো চাইনি, কল্পনাও করিনি, এভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ-বিক্ষোভ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করব, সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন। রাজনীতির মজলুম নেতৃবৃন্দকে যেভাবে একে একে মুক্তি দিয়েছেন তেমনিভাবে এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এ টি এম আজহারুল ইসলামের জীবন থেকে এক এক করে ১৩টি বছর হারিয়ে গেছে। এই ১৩টি বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না। আর ১৩ মিনিটও তিনি জেলের ভেতর থাকুক আমরা তা আর চাই না।’

তিনি বলেন, ‘আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে হয় তা গত সাড়ে ১৫টা বছর বাংলাদেশের মানুষ দেখেছে। আমি অন্যদের কথা বলব না কে কী করেছেন, কার সাথে আপস করেছেন, আমি বলতে চাই না। মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে গত সাড়ে ১৫টি বছর জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। জীবন দিয়েছে আপস করেনি। বহু আপসে প্রস্তাব আমাদের কাছে এসেছে৷ ফাঁসির কাষ্ঠে আমাদের নেতৃবৃন্দকে পাঠানোর আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছে। কিন্তু আমাদের বীর নেতৃবৃন্দ সেই প্রস্তাবগুলোকে পায়ে ঠেলে ফেলে দিয়েছে, আমরা সেই বীরদের উত্তরসূরি সুতরাং আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। তাকে মুক্তি দিন।’

জামায়াতের নিবন্ধন নিয়ে দলের আমির বলেন, ‘কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম কি আপনারাও আমাদের ওপরে করবেন? এ জন্যই কি হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে? হাজার-হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাস্ত করব না। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

প্রসব বেদনায় রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু

জনগণের সমস্যা সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার প্রয়োজন: তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, যে কথা হলো

২ তরুণীকে ধুমপানে বাধা-লাঞ্ছিতের ঘটনায় রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী মিছিলকারীদের হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা: ড. আনিসুজ্জামান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি

সাগর-রুনি হত্যার গুরুত্বপূর্ণ তথ্য ফারজানা রুপার কাছে!

দেশের বিপদ এখনো কাটেনি: নাহিদ ইসলাম

স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় ওসমানীর নাম নেই কেন, জানাল প্রেস উইং

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল