বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা পেতে অ্যাপ চালু
নিজস্ব প্রতিবেদক : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসার আবেদন করতে অ্যাপ চালু করেছে সরকার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনের এই অ্যাপ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উদ্বোধন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজ করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরও উন্নত করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশনের এই উদ্যোগ বাংলাদেশে আসা বিদেশিদের ভ্রমণ সুবিধার গুণগত মানকে আরও উন্নত করবে।
তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীরা বিমানবন্দরে অবতরণের পর অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে-কলমে আবেদন জমা দিয়ে অপেক্ষয় থাকেন। এতে ভিসাপ্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা) লেগে যায়। এই অ্যাপ চালু হলে বিদেশি যাত্রীরা যাত্রার আগেই অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা নিতে পারবেন এবং বিমানবন্দরে অবতরণের পরে অন অ্যারাইভাল ডেস্কে ভিসার কিউআর কোড প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসির পেমেন্ট গ্যাটওয়ের মাধ্যমে অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসার ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ায় চিন্তাভাবনা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, অতিরিক্ত আইজিপি (এসবি) মো. গোলাম রসুলসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।