বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি আনুপাতিক হারে নির্বাচন সমর্থন করে না: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে আমরা পুরোপুরি বিরোধী। অত্যন্ত জোরালোভাবে বিরোধী। এ ব্যবস্থাকে কোনোভাবেই আমরা সমর্থন করব না। এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। প্রশ্নই উঠতে পারে না।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের জুলাই গণহত্যা নিয়ে পর্যবেক্ষক টিমের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন- প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। একজন ব্যক্তি বিশেষ করে শেখ হাসিনার নির্দেশেই গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন ,গণতন্ত্রকে হত্যা ও ভায়োলেন্সসহ সবকিছু হয়েছে। এটি ফুটে উঠেছে প্রতিবেদনে। এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনা একজন ফ্যাসিস্ট। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই তার নির্দেশ ছিল।’

জাতিসংঘের তৈরি করা জুলাই গণহত্যার প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি স্পষ্ট করেছে জাতিসংঘের পর্যবেক্ষণ টিম। সত্য যে ঘটনাগুলো ঘটছে , সেগুলোই উদঘাটিত হয়েছে। যখন জাতিসংঘ বলে তখন আমরা বিশ্বাস করি। আর যখন রাজনৈতিক দলগুলো বলে, তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেবে এবং তাকে বিচারের আওতায় আনা হবে। তার সহযোগীদেরও বিচারের আওতায় আনতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোন পার্টি নির্বাচন করবে, কি করবে না, থাকবে কি, থাকবে না, কোন পার্টি নিষিদ্ধ হবে, এটির সিদ্ধান্ত দিবে জনগণ। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রের সব প্রক্রিয়াকে ধারণ করি, করে আসছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে বলেও জানান তিনি।’

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এদিকে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চায় জামায়াতে ইসলামী। এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চায় জামায়াত। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে পুরো ভোট বন্ধ করার ক্ষমতা পুনর্বহাল করতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রসব বেদনায় রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু

জনগণের সমস্যা সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার প্রয়োজন: তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, যে কথা হলো

২ তরুণীকে ধুমপানে বাধা-লাঞ্ছিতের ঘটনায় রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী মিছিলকারীদের হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা: ড. আনিসুজ্জামান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি

সাগর-রুনি হত্যার গুরুত্বপূর্ণ তথ্য ফারজানা রুপার কাছে!

দেশের বিপদ এখনো কাটেনি: নাহিদ ইসলাম

স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় ওসমানীর নাম নেই কেন, জানাল প্রেস উইং

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল