শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। জলকামান থেকে ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করে নানা স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের কারণে সায়েন্সল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর দুপুর আড়াইটার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। পরে শাহবাগ মোড় ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেককেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, তাদের নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগ দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।