সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে একই মঞ্চে আ.লীগ ও বিএনপি নেতা

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জুলাই শহিদ স্মৃতি হাডুডু টুর্নামেন্টের অনুষ্ঠানে একই মঞ্চে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সদর উপজেলার কেন্দুয়া বাজার এলাকার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি বসেন তারা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।

অনুষ্ঠানে অতিথিদের মঞ্চে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের স্মরণে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু খেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা
শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তূর্যসহ অন্যরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগপন্থি নাজমুল হক বাবু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যও দেন তিনি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তূর্য বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নাজমুল হক বাবু চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানের কীভাবে তিনি অতিথি হয়ে
বক্তব্য দেন তা আমার বোধগম্য নয়। আমরা ইউএনওর কাছে এর জবাব চাই।’

মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, হাডুডু খেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন আমাকে ফোন করে অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন। আমি আওয়ামী লীগের উপদেষ্টা পদে নাই। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়। এর পর ২০২৩ সালে আমাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা করে চিঠি দেওয়া হয়। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু আওয়ামী লীগের রাজনীতি করেছেন কি না, তা জানতাম না। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। তিনি নিজের ইচ্ছায় অনুষ্ঠানে এসেছিলেন। শুনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন