বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ‘মদপানে’ ৩ জনের মৃত্যুর অভিযোগ

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ মদ (হুইস্কি) খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), একই গ্রামের রাশেদের ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিজাম উদ্দিন (৪০)।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল জলিলের ফুপাতো ভাই পার্শ্ববর্তী হোসেনপুর থানার পিপলাকান্দি গ্রামের মাসুদ তার বন্ধু নিজাম উদ্দিনকে নিয়ে এক বোতল মেয়াদোত্তীর্ণ হুইস্কিসহ জলিলের বাড়িতে আসেন। গভীর রাতে ছয়জন মিলে হুইস্কি পান করেন। পরে এদের মধ্যে তিনজন অজ্ঞান হয়ে যান।

বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও হাসপাতালে নেওয়া হয়নি। বৃহস্পতিবার ভোরের দিকে অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমন মারা যান। পরে জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে জলিল ও নিজামকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না। তবে মনে হচ্ছে, পাকস্থলীতে অ্যালকোহল বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু