বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়

news-image

জেলা প্রতিনিধি : রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে ময়মনসিংহে ট্রেনে যাত্রী সংকট দেখা দিয়েছে। এরমধ্যে ভোগান্তি বাড়িয়েছে শিডিউল বিপর্যয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক।

তিনি বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে গেছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস। এরপর গেছে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার। সকাল ৮টায় ভুঞাপুরের উদ্দেশে ছেড়ে গেছে ময়মনসিংহ এক্সপ্রেস এবং ৮টা ৪০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে হাওর এক্সপ্রেস।

তিনি আরও বলেন, ট্রেন চলাচলের খবর জানতে পেরে সকাল থেকে যাত্রীরা স্টেশনে আসছেন। তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা খুবই কম। প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তারপরও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে যাত্রীর সংখ্যা আগের মতোই বাড়বে। শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

সরেজমিনে স্টেশনে গিয়ে কথা হয় আরাফাত নামের এক যাত্রীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। তারপরও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, এটা স্বাভাবিক থাকলেই আমরা যাত্রীরা খুশি।

আজিজুল হাকিম নামের আরেক যাত্রী বলেন, আমি জামালপুর যাওয়ার জন্য স্টেশনে আসি। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্রায় একঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে আমার মতো বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে আশা করছি, এই ভোগান্তি দ্রুত নিরসন হবে।

রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল অচিরেই হবে।

ময়মনসিংহ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করেন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু