বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের ভয়ে শাবনূরের শিডিউল জানাতে চান না পরিচালক

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড কুইন শাবনূর। দীর্ঘ বিরতির পর তিনি গেল বছর ফিরেছিলেন অভিনয়ে। ‘রঙ্গনা’ নামের সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। পরিচালক আরাফাত হোসাইন জানান, সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে।

গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয়। পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মে মাসে সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এরপর কেটে গেল নয় মাসেরও বেশি সময়।

রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং ডিসেম্বরে শুরু করার কথাও বলেছিলেন নির্মাতা আরাফাত। সেটাও হয়নি। শাবনূর আসেননি দেশে।
এর মধ্যে গুজব রটেছে, সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না শাবনূর। তবে পরিচালক গুঞ্জন উড়িয়ে দিলেন। বিষয়টি নিয়ে বিরক্তির সুরে বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। কেন জানিনা অনেকে নেতিবাচক আচরণ করছেন আমাদের সিনেমাটি নিয়ে। সামাজিক মাধ্যমে আজেবাজে মন্তব্য ছড়াচ্ছেন। ভুল তথ্য দিচ্ছেন। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। নতুন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমাদের শুটিং হবে।’

আবার কবে হবে শুটিং জানতে চাইলে নির্মাতা বলেন, সেটি অনিশ্চিত। আরফাত বলেন, ‘যখন শাবনূর আপা দেশে আসবেন তখনই শুটিং হবে। তবে সেই সময়টি এখনই প্রকাশ করতে চাই না আমি। কারণ শুটিং শিডিউল প্রকাশ হলে আবার নতুন করে আবার যড়যন্ত্র শুরু হবে।’

শাবনূর ছাড়াও ‘রঙ্গনা’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

হাসিনা নির্দেশ দিয়েছিলেন—‘বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন’

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

‘গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি’

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত

ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর