বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর

news-image

বিশেষ সংবাদদাতা : নিজেদের সময়েই সংস্কার বাস্তবায়নের পুরো কাজ করে যেতে পারবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তবে সেটি অনেকটাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করছে বলে মনে করে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, (সংস্কারের) পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। কিন্তু এটি প্রধানত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। তারা কতটুকু সংস্কার করতে ঐকমত্য পোষণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করছে।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের ভাষণে জানিয়েছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এ বছর হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে আরও কয়েক মাস (আগামী বছরের জুনের মধ্যে) লাগতে পারে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ হবে তখন ন্যূনতম সংস্কার কোনগুলো আছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এর বাইরে যেসব প্রত্যাশিত সংস্কার আছে সেগুলোও চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এমইউ/এমকেআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

হৃতিকের সঙ্গে তুলনা টানতেই রেগে যান শাহরুখ

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, উঠেছে ড. ইউনূসের নামও

প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয়

প্রধান উপদেষ্টার সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার বিকেলে

চুরি বন্ধ হলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না

রামেকে রোগীর চাপ, অলস পড়ে আছে শিশু হাসপাতাল

গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী ছিল বৈশ্বিক পণ্যবাজার

কীভাবে ঘুরে দাঁড়াবে দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেস?

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

হঠাৎ কেন তালেবানের দুয়ারে ভারত?

ট্যাক্স বাড়ালে নিম্নবিত্ত-মধ্যবিত্তরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন