বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

news-image

শেখ ফাহিম ফয়সাল: কসবা পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইমাম প্রি-ক্যাডেট স্কুলের সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

ইমামপাড়া ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের সভাপতিত্বে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দৈনিক ইনকিলাব পত্রিকার কসবা সংবাদদাতা শেখ মো. কামাল উদ্দিন, ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখা প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন, বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা মাওলানা শাহ আরেফ মাহমুদ, মো. রফিকুল ইসলাম ভূইয়া মুক্তার মাস্টার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আজকের এই শিশুরা মুক্ত পরিবেশে বিদ্যার্জন করার পাশাপাশি নীতি-নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তারাই অদূর ভবিষ্যতে দেশ বিনির্মানে আত্ম নিয়োগ করবে। ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে বিগত বাইশ বছরে এর ঈর্ষান্বিত সফলতায় সন্তোষ প্রকাশ ও শিশুদের যথাযথভাবে লালন করে যোগ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য শিক্ষক ও অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান অতিথি।

ঐতিহ্যবাহী শিশু শিক্ষার অনন্য এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কিচিরমিচির শব্দে মুখরিত ও পুরস্কার গ্রহণের আনন্দে মেতে উঠার দৃশ্যটি মানসপটে ভেসে উঠবে বলে প্রধান অতিথি অভিমত ব্যাক্ত করেন।

বিশেষ অতিথি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন বলেন, ইমাম প্রি-ক্যাডেট স্কুল কসবাসহ বিভিন্ন এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে ভূমিকা রাখছেন। স্কুলের পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীন অত্যন্ত বিচক্ষণতার সহিত প্রয়োজনীয় শিক্ষোপকরণ সরবরাহ করে, দক্ষ শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠদানের ববস্থা করেন।

আরো বক্তব্য রাখেন, এ ভি পি আবদুল মতিন, পীরজাদা মাওলানা শাহ আরেফ মাহমুদ, মাওলানা আবদুন নূর, মাওলানা তাইজুদ্দীন, তারেক মাহমুদ ও মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮টি শ্রেণির ৪১টি শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী-অভিভাবক, শতাধিক শিক্ষক-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু