বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে ১৬ বছর পর ছাত্রলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে “জিয়া- খালেদা জিয়া- তারেক জিয়া” শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। ধানের শীষের প্রতীকসহ নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি বের করা হয়।সেখানে সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
র্যালিটি সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা ভিপি ।
সিনিয়র মধ্যে উপস্থিত ছিলেন সালে মুসা সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর পৌর বিএনপি, হারুনুর রশিদ আকাশ আহবায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, আবু কালাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল।পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম সরকার,সিনিয়র যুগ্ম আহবায়ক ফাহাদ রহমান,ছাত্রদল নেতা আব্দুল্লাহ। এ ছাড়াও সাবেক আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচীব লিটন সরকার,আশিকুর রহমান আন্তু,আতোয়ার রহমান,শাহাদাত হোসেন,রুবেল সরকার প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৬ বছর পর বর্ণাঢ্যভাবে উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করে।