বাঞ্ছারামপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা শুরু হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয়ের ঠিক দুইদিন পূর্বে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশুন্য করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি বিশেষ চক্র দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বাঙালি জাতি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা আলোচনা সভার আয়োজন করে থাকে।