শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নবীনগর উপজেলা প্রশাসন এর আয়োজন এক আলোচনা সভা আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সহকারী কমিশনার আবু মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম সাহন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ Best মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা আমাদের রক্ষা করতে হবে।