নবীনগরে শহীদ সালামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে অবস্থিত শহীদ সালাম সরকারের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯৭১ সালের আজকের এই দিনে নবীনগরে মহান মুক্তিযুদ্ধে অ্যাটাক জোনে থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে সালাম শহীদ হন। আজ শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে শহীদ সালামের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সদরে “সালাম রোড” নামে পরিচিত রোডটি তাঁর নামেই নামকরণ করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা সোহানুর রহমান সাহন, সহকারি শিক্ষক অলিউল্লাহ, সহকারি শিক্ষক কামরুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর মডেল প্রেসক্লাবের সাংবাদিক আনোয়ার খলিলুর, দেলোয়ার হোসেন সোহেল, হাজী মো. বাচ্চু মিয়া, তোফাজ্জল হোসেন সরকার, জাকির হোসেন, সোহেল মিয়া ও শহীদ পরিবারের সদস্যসহ অন্যান্যরা। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।