নবীনগরে অটোরিক্সা ফিরে পেলেন গিয়াস উদ্দিন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : হারিয়ে যাওয়া অটোরিক্সাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় ফিরে পেল গিয়াস উদ্দিন। নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা ১ টি অটোরিক্সা (ইজিবাইক) চুরি হয়ে যায়।
অটোরিক্সাটির মালিক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার একমাত্র সম্বলটি হারিয়ে যাওয়ায়। হারিয়ে যাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে অবগত করলে তিনি দ্রুত অটো রিক্সা ফিরে পেতে ব্যবস্থা নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিক্সাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রচেষ্টায় অটোরিক্সাটি ফিরে পান গিয়াসউদ্দিন। অটোরিক্সাটি ফিরে পেয়ে অবেগাপ্লুত হয়ে পড়ে গিয়াস উদ্দিন।
এ সময় গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী কে বলেন স্যার আমার গাড়িতে একটু বসুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি । উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রাণ ভরে দোয়া করেন অটো রিক্সার মালিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়ে পোস্ট করলে ঘটনাটি আলোচনায় আসে ।