নবীনগর পৌরসভায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ৩২ লক্ষ টাকা ব্যায়ে ১ শত মিটার রাস্তার ড্রেন সহ আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।
জানা গেছে, বিশ্ব ব্যাংক এর অর্থায়নে কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় নবীনগর পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ফতেহপুর রোডের ১ শত মিটার ড্রেন সহ আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়। এই কাজের ব্যায় ধরা হয়েছে ৩২ লক্ষ টাকা । এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আবু তাহের, উপ সহকারী প্রকৌশলীএম এম মকবুল হোসেন, ঠিকাদার মোঃ ছাদেকুল হক ছাদির সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।