ব্রাহ্মণবাড়িয়া শহরে বহুতল ভবন থেকে পতিতাসহ ৮ জন গ্রেফতার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের বহুতল ভবন থেকে দেহ ব্যবসার অভিযোগে ৫ জন নারী ও ৩ জন পুরুষ সহ ৮ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। (৭ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।এর আগে,
গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফারজানা আক্তার (২১),পিতাঃ আব্দুর রহমান, বিউটি খানম(৩০),পিতাঃ আব্দুল আউয়াল, রুমা আক্তার(১৬),পিতাঃ সোহেল মিয়া, সীমা আক্তার(২৪),পিতাঃ মোঃ সিদ্দিক, আবেদা (২৪),পিতাঃ সাহেব আলী, নিয়ামুল ইসলাম শুভ(২৬),পিতাঃ মৃত মোর্শেদ মিয়া, মো. রিফাত (২৬),পিতাঃ মো. নজরুল ইসলাম, সাইফুল ইসলাম হৃদয়(২১)।
পুলিশ ও স্হানীয়রা জানায়, শহরের মৌলভীপাড়া এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘ দিন যাবত রাজনৈতিক প্রভাবে দেহ ব্যবসা চালিয়ে আসছিলো একটি চক্র। গতকাল রাতে গোপন সংবাদে স্থানীয় এলাবাসীর সহযোগিতায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ৮ জনকে আমরা গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন,
অনৈতিক দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।