সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে নবীনগরে বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১ নভেম্বর) শুক্রবার জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তৌহিদী ছাএ-জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে উপস্হিত ছিলেন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতা মাওলানা মেহেদী হাসান, নবীনগর এস আর অফিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিম মুফতি বেলায়েতুল্লাহ, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী মাওলানা মাকবুল হোসাইন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি জুনায়েদ প্রমুখসহ উপজেলার ইসলাম প্রিয় তৌহিদী ছাএ-জনতা। মিছিল শেষ এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ওলামা বিদ্বেষী রবিউল নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় হাফেজ মাসুদ, হুসাইন সহ ১৭ জন হত্যা কে হত্যা করা হয়েছে। এসব হত্যার ঘটনায় সে সরাসরি নির্দেশদাতা ছিলেন। আমরা তাঁর ফাঁসির দাবী জানাচ্ছি।
উল্লেখ যে, এর আগে (৩১ অক্টোবর) বৃহস্হপতিবার উবায়দুল মোকতাদির চৌধুরীকে রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।