বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয় নবির প্রিয় সুন্নাত

news-image

ঘুমানোর সুন্নাতগুলো

জেনে নিন

১. এশার নামাজের আগে না ঘুমানো।

২. এশার নামাজ পড়ে যথাসম্ভব দ্রুত ঘুমিয়ে যাওয়া। বিনা প্রয়োজনে কথাবার্তা না বলা। তবে ওয়াজ-নসিহত, দ্বীনি কাজ বা জীবিকা নির্বাহের জন্য জেগে থাকায় কোনো অসুবিধা নেই।

৩. রাসূল (সা.) নিুোক্ত জিনিসের ওপর শুয়ে বিশ্রাম করেছেন বলে প্রমাণিত আছে। তাই এর যে কোনোটির ওপর সুন্নাতের নিয়তে শয়ন করা। (ক) চট (খ) চাটাই (গ) কাপড়ের বিছানা (ঘ) মাটি (ঙ) চৌকি (চ) খাট (ছ) চামড়ার বিছানা।

৪. ওজু করে শয়ন করা।

৫. ঘুমানোর আগে বিছানা ভালোভাবে ঝাড়া।

৬. ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে নিুোক্ত কাজগুলো করা।

(ক) দরজা বন্ধ করা (খ) বাতি নিভানো (গ) মশক ও কলস ইত্যাদির মুখ বন্ধ করা (ঘ) বর্তন ইত্যাদি ঢেকে রাখা।

৭. জুনুবি (গোসল ফরজ এমন ব্যক্তি) হলে পরিচ্ছন্ন হয়ে ওজু করে ঘুমান।

৮. ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগান।

৯. ঘুমানোর আগে তাসবিহে ফাতেমি ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার বলা।

১০. কিছু সময় কুরআন তেলাওয়াত করা। যেমন সূরা মূলক, আয়াতুল কুরসি, আলিফ লাম মিম ইত্যাদি সূরা থেকে। বেশি সম্ভব না হলে অন্তত ছোট ১-২টি সূরা হলেও তেলাওয়াত করা।

১১. তিনবার ইস্তেগফার পড়া।

১২. ইখলাস, ফালাক ও নাস পাঠ করে হাতে ফুঁ দিয়ে পূর্ণ শরীরে তিনবার হাত বুলানো।

১৩. ডান কাতে কেবলামুখী হয়ে শোয়া।

১৪. উপুড় হয়ে না শোয়া। কারণ, এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।

১৫. ঘুমের আগে ও পরে দোয়া পড়া।

এ জাতীয় আরও খবর

বিশ্ব খাদ্য দিবস আজ

আজ সকালে ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা

জীবনে প্রথম আদালতে এসেছি : ফারুক খান

ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে, তবে সেটা সুবিচার: আসিফ নজরুল

ছাত্র আন্দোলনে শহীদদের নজরকাড়া ফলাফল, স্বজনদের আহাজারি-হাহাকার

খোলামেলা পোশাকে হাজির হওয়ার কারণ জানালেন জেসিয়া

বিরল সফরে পাকিস্তানে পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

‘যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেবো আমরা’

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব!

প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে আমরা সচেষ্ট : মাহমুদুল হাসান

জুলাই বিপ্লবের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি সমন্বয়কদের

হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের