১০ বছর পর হত্যা মামলা থেকে খালাস পেলেন যুবদল নেতা
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হরতাল চলাকালে ইটের টুকরো আঘাতে আহত শিক্ষিকাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলোচিত সেই শিক্ষিকা হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ মামলার অন্যান্য আসামি।
আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত এ রায় দেন। এ সময় মামলায় উল্লেখিত ৫০ জনসহ অজ্ঞতা ২৫০ জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়। মামলায় আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহিম ও অ্যাডভোকেট আব্দুর রহমান।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়ে ভিন্ন মতের নেতাকর্মীদের দমনের জন্য মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিএনপির ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০০-২৫০০ হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়। সে রকম একটি মামলায় আমাদের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এ মামলা থেকে আইনি লড়াইয়ের পর আমরা খালাস পেলাম।’
উল্লেখ্য ২০১৪ সালে হরতাল চলাকালে ঢিলের আঘাতে শিক্ষিকার মৃত্যু হয়। তার মৃত্যুতে সুধরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় বিএনপির ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দেওয়া হয়।