ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিতর্কিত’ বক্তা তাহেরীর গাড়ি ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহম্মদকে (সা.) কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আহলে সুন্নাত আল জামায়াতের ব্যানারে মানববন্ধন করতে এসে মাদ্রাসার শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা তাহেরীর গাড়িতে হামলা করে ভাঙচুরের চেষ্টা চালায়।
সোমবার দুপুরে জেলা শহরের ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, তাহেরীর অনুসারীদের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে তাহেরীর দাবি, প্রতিপক্ষের হামলায় তিনিসহ তার কয়েকজন অনুসারী আহত হয়েছেন।
পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতের হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা মহানবী হযরত মুহম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে আহলে সুন্নাত আল জামাত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করার কথা ছিল।
খবর পেয়ে সম্মিলিত কওমি প্রজন্মের ব্যানারে মাদ্রাসার শিক্ষার্থীরা একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সদর থানা পুলিশ আয়োজকদের জানিয়ে দেয় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোনো মানববন্ধন করা যাবে না। আয়োজকরা পুলিশকে জানায়, তারা মৌখিকভাবে জেলা প্রশাসকের অনুমতি পেয়েছেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাফ জানিয়ে দেন যে, লিখিত অনুমতি ছাড়া কোনো প্রকার সভা করা যাবে না। পুলিশের সাথে আয়োজকদের এ নিয়ে কথা চালাচালির একপর্যায়ে বিতর্কিত বক্তা তাহেরী গোপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রবেশ করে জেলা শহরের ব্রিজের গোড়ায় ক্যাফে আবদুল্লাহ হোটেলে তার অনুসারীদের নিয়ে মধ্যাহ্ন খাবারের জন্য যান। খবর পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে জড়ো হয় এবং তার গাড়িতে হামলা করে ভাঙচুরের চেষ্টা চালায়।
ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বরাবর পৌঁছলে মাদ্রাসার ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। আমি দ্রুতই অভিযোগ করব।
এদিকে সম্মিলিত কওমি প্রজন্মের সমন্বয়ক সাইফুর রহমান মুন্না জানান, প্রশাসনের অনুমতি না থাক স্বত্বেও তাহেরী ব্রাহ্মণবাড়িয়ায় সভা করতে আসায় আমরা তাকে সভা না করার জন্য ভদ্রচিতভাবে অনুরোধ করলে তার সঙ্গে থাকা তার অনুসারীরা শিক্ষার্থীদের গায়ে হাত তুললে কয়েকজন ছাত্র আহত হয়। এ সময় মাদ্রাসা ছাত্রসহ তৌহিদী জনতা তাদের প্রতিহত করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাহেরীর অনুসারীরা নয় মাদ্রাসা শিক্ষার্থীরাই তাহেরীর গাড়িতে হামলা করার সময় সিয়াম নামের এক শিক্ষার্থী হাত দিয়ে গাড়িতে আঘাত করলে কাঁচ ভেঙে তার হাত রক্তাক্ত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, তাহেরী প্রশাসনের অনুমতি না দিয়ে শহরে কর্মসূচি পালন করতে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা জেলা প্রশাসনের অনুমতি ছাড়া তাকে কর্মসূচি পালন করতে দেইনি। খবর পেয়ে মাদ্রাসার ছাত্ররা তাকে ধাওয়া করেছে বলে শুনেছি। তবে তাহেরী টেলিফোনে জানিয়েছেন মাদ্রাসার ছাত্ররা তার গাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে। তিনি লিখিত অভিযোগ করবেন বলে এ সময় জানান।