মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বাইক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল নেতা তাইয়ান আহমেদ ফাহাদ নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রাধিকা নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়ি বাঞ্ছারামপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার সহ আরও দুইজন আহত হয়েছেন।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দুই ছাত্রদল নেতাসহ চারজন দুটি মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রদল নেতা ফাহাদ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এড.রফিক শিকদার, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসা,সাবেক সংসদ সদস্য এম,এ খালেক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান,বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিয়ূর রহমান জালু,  বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সরকার রাজিব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ