আন্দোলনকারীরা বিভাজিত হলে নতুন স্বাধীনতা ব্যর্থ হবে; বরিশালে কেন্দ্রীয় সমন্বয়করা
বরিশাল প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বরিশাল সফরে বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের আগে তাদের মধ্যে কোনো বিভাজন ছিল না। তবে সফল অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্নে কিছুটা বিভাজন তৈরি হয়েছে। এর আগে একাত্তর ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও একই ঘটনা ঘটেছে। অভ্যুত্থানের পর বিভাজন চলে আসে। তবে এবার আন্দোলনকারী সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। বিভাজিত হলে নতুন অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে।
আজ সোমবার বরিশাল সফরে দিনব্যাপী বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক। সকালে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির সমন্বয়কদের সঙ্গে এবং বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়কদের সঙ্গে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় করেন। এ ছাড়া গণআন্দোলনে হতাহত পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
এসব মতবিনিময় সভায় সমন্বয়করা জানান, শুধু শেখ হাসিনাই ফ্যাসিস্ট ছিলেন না। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিজম ছিল। এগুলো উপড়ে ফেলতে হবে। এখন শুধু স্বৈরাচারের পতন হয়েছে। তাই দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। রাষ্ট্র একক ব্যক্তির না হয়ে যেন সবার হয়, সেভাবে সংস্কার আনতে হবে।
এসব সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সাঈদ রাইয়ান ফেরদৌস, বদরুন্নেছা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসাইন শান্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোবাশ্বেরা করিম মিমি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক, ঢাকা কলেজের জিহাদ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।