বাঞ্ছারামপুরে শিক্ষকের ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্যতিক্রমী আয়োজনে খুশি শিক্ষক শফিকুল ইসলাম।বিদায়বেলায় সুসজ্জিত গাড়িতে দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করে অবসরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা মোঃ শফিকুল ইসলাম। তার বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাঞ্ছারামপুর উজানচর কংশ নারায়ন স্কুল কর্তৃপক্ষ। ফুলে ফুলে সজ্জিত গাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ শনি বার বৃহস্পতিবার ৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় এর এই ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা আয়োজন করেন।স্কুল থেকে গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় মোঃ শফিকুল ইসলাম। এর আগে শনিবার ৩১ আগস্টসকালে তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। কর্মজীবন শেষে এমন আয়োজনে মুগ্ধ তিনি।
অবসরপ্রাপ্ত মোঃ শফিকুল ইসালাম জানান,চাকরিতে যোগদানের আগে প্রতিটি শিক্ষক কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকে না।
এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি শিক্ষক কে এভাবেই বিদায় জানানো হোক। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
বাঞ্ছারামপুর উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, বলেন,এমন মানবিক উদ্যোগ নিয়েছেন। উদ্যোগেরই একটা অংশ। ফুল বিদায় জানানো হয়।সকালে ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায়বেলায় অনেকের মন ভারাক্রান্ত থাকে। তিনি যেন আনন্দ ও হাসি মুখ নিয়ে বাড়িতে ফিরতে পারেন তার জন্যই এই আয়োজন। বিদায়বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর,সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মোঃ মোজাম্মেল হোসেন,আমির হোসেন, দিলীপ রায়, রনিকোষ,শাহজালাল মিয়া, রবিউল্লাহ, তুহিন রানা,মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন শামীম সহ স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।